ডেস্ক রিপোর্ট: জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় নির্দেশ অমান্য করে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে মেয়র পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারে অনড় থাকায় ইকবাল হোসেন তাপসকে দল থেকে বহিষ্কার করেছেন হুসেইন মুহম্মদ এরশাদ।
শুক্রবার সন্ধ্যায় তিনি এ সিদ্ধান্ত গ্রহণ করেন। এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য জানান।
তিনি বলেন, কেন্দ্রীয় নেতাদের সম্পর্কে আপত্তিকর বক্তব্য দেওয়া ও পার্টির শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইকবাল হোসেন তাপসকে জাতীয় পার্টির সব পদ ও পদবী থেকে বহিষ্কার করা হয়েছে।
এরশাদ গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক শুক্রবার তাপসের বহিস্কারাদেশে স্বাক্ষর করেছেন। এরই মধ্যে এই বহিস্কারাদেশ কার্যকর হয়েছে।