বিনোদন ডেস্ক: ঈদের আমেজ কাটিয়ে কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশের সিনেমা হলগুলোতে মুক্তি পাচ্ছে নতুন চলচ্চিত্র। এগুলোর মধ্যে দেশি ছবি যেমন আছে, তেমনি আছে বিদেশি ছবিও। আবার বিদেশি ছবিতে শাকিব খান ও বিদ্যা সিনহা মিমের মতো দেশি তারকাদের দেখাও মিলছে এসব ছবিতে। গত শুক্রবার মুক্তি পায় কলকাতার জিৎ ও বাংলাদেশের মিমের ছবি ‘সুলতান’। আর আজ শুক্রবার মুক্তি পেয়েছে কলকাতার ছবি ‘ভাইজান এলো রে’, এখানে আবার নায়ক হিসেবে আছেন ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান।
গত শুক্রবার সারা দেশের ১১৮টি সিনেমা হলে মুক্তি পেয়েছিল জিৎ-মিমের ‘সুলতান’। এক সপ্তাহ পর আজ সেই সংখ্যা কমে এসেছে ৭০টি সিনেমা হলে। কমেছে ৪৮টি সিনেমা হল। অন্যদিকে আজ দেশের ১০৯টি সিনেমা হলে মুক্তি পেয়েছে জয়দ্বীপ মুখার্জি পরিচালিত, সুপারস্টার শাকিব খান অভিনীত কলকাতার চলচ্চিত্র ‘ভাইজান এলো রে’।
ঢাকার মতিঝিলে অবস্থিত মধুমিতা সিনেমা হলে ‘সুলতান’ সরে গিয়ে জায়গা করে নিয়েছে ‘ভাইজান’। মাত্র এক সপ্তাহ পরই কেন নেমে গেল ‘সুলতান’ জানতে চাইলে হলের সহকারী ম্যানেজার আবদুর রহমান বলেন, “আসলে জিতের ছবি বাংলাদেশের দর্শক যথেষ্ট পছন্দ করে। কিন্তু জিতের চেয়ে শাকিব খানের দর্শক অনেক বেশি। বিশেষ করে কলকাতার যেসব ছবিতে শাকিব খান অভিনয় করছেন, সেই ছবিগুলো দর্শক বেশি পছন্দ করে। যে কারণে আমরা মাত্র এক সপ্তাহ চালিয়ে ছবিটি নামিয়ে দিয়েছি। দুই সপ্তাহের মতো ‘ভাইজান’ চালিয়ে আবারও ‘সুলতান’ ছবিটি প্রদর্শন করার ইচ্ছা আছে আমাদের।”
কাকরাইলে অবস্থিত রাজমণি সিনেমা হলে আবার এখনো ‘সুলতান’ ছবিটিই চলছে। এর কারণ হিসেবে রাজমণি সিনেমা হলের ম্যানেজার দীলিপ কুমার বলেন, “আমাদের পাশের জোনাকী সিনেমা হলে ‘ভাইজান’ চলছে। পাশাপাশি হওয়ায় আমরা চলতি সপ্তাহে ‘সুলতান’ ছবিটিই প্রদর্শন করছি। যদিও গত এক সপ্তাহ খুব ভালো ব্যবসা করতে পারেনি ছবিটি। আমাদের কাছে মনে হয়েছে, ছবিটি পাইরেসি হওয়ার কারণে ব্যবসা করতে পারেনি। এমনিতে ছবিটি অনেক ভালো হয়েছে। তা ছাড়া কলকাতার ছবির দর্শক আমাদের দেশে আছে। এবং আমাদের দেশের দর্শক মনে করেন, কলকাতা আমাদের চেয়ে ভালো ছবি নির্মাণ করে। তবে শাকিব খানের ছবি আমরাও প্রদর্শন করতে চাই। আগামী সপ্তাহে ‘ভাইজান’ ছবিটি আমাদের সিনেমা হলে মুক্তি দেবো।’
জয়দ্বীপ মুখার্জি পরিচালিত ‘ভাইজান এলো রে’ ছবিটি প্রযোজনা করেছে কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান এস কে মুভিজ। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শ্রাবন্তী ও পায়েল সরকার। বাংলাদেশে ছবিটি আমদানি করেছে লিপু এন্টারপ্রাইজ।
‘সুলতান’ ছবিটি পরিচালনা করেছেন কলকাতার পরিচালক রাজা চন্দ। প্রযোজনা করেছে নায়ক জিতের প্রযোজনা প্রতিষ্ঠান জিৎ’স ফিল্ম ওয়ার্কস। ছবিটি বাংলাদেশে আমদানি করেছে জাজ মাল্টিমিডিয়া।