এবার ভূত হচ্ছেন শ্রদ্ধা কাপুর?

srodda kapurবিনোদন ডেস্ক: ভূতের সঙ্গে প্রেম! বলিউডে অবশ্য ভূত নিয়ে কম ছবি হয়নি। এবার নতুন আরো একটি ভূতের প্রেম নিয়ে ছবি তৈরি করেছেন পরিচালক অমর কৌশিক। ছবির নাম ‘স্ত্রী’। শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও ‘স্ত্রী’ ছবিতে জুটি বেঁধেছেন। গতকাল ছবিটির ট্রেইলার প্রকাশিত হয়েছে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, একজন মানুষের সঙ্গে ভূতের প্রেম নিয়ে ছবিটির কাহিনী। একজন যুবক বয়সী মানুষের সঙ্গে এক মেয়ের ভালো বন্ধুত্ব হয় এবং মেয়েটি প্রতিবছর একবারই গ্রামে আসে। এভাবে যুবকটি ও মেয়েটি কাছাকাছি আসে। কিন্তু মেয়েটিকে দেখে রহস্যজনক মনে হয় এবং তাঁর বন্ধুরা রহস্য খুঁজতে বলে।

হরর কমেডি ধাঁচের এই ছবিটি দেখে দর্শক ভালোই আনন্দ পাবে। ধারণা করা হচ্ছে, শ্রদ্ধা ভূতের চরিত্রে অভিনয় করেছেন।

এ ছাড়া ছবিটিতে পংকজ ত্রিপাঠী ও অপরশক্তি খুরানা অভিনয় করেছেন। ছবিটি আগামী মাসের ৩১ আগস্ট মুক্তি পাবে।