বিনোদন ডেস্ক: দীর্ঘ সময় পর বলিউডে ‘ভারত’ ছবির মাধ্যমে প্রত্যাবর্তনের কথা ছিল প্রিয়াংকা চোপড়ার। সালমান খানের বিপরীতে এ ছবিতে অভিনয়ের কথা ছিল তার। প্রিয়াংকা নিজেও ছবিটি নিয়ে বেশ আনন্দিত ছিলেন। কিন্তু অবাক করার বিষয় হলো প্রিয়াংকা এ ছবিতে আর থাকছেন না।
বিষয়টি জানিয়েছেন ছবিটির পরিচালক আলী আব্বাস জাফর। প্রিয়াংকা বর্তমানে নিউ ইয়র্কে একান্ত সময় কাটাচ্ছেন তার প্রেমিক হলিউড তারকা নিক জোনাসের সঙ্গে।
মূলত প্রেমিকের সঙ্গে সময় কাটাতেই এমন অবাক করা সিদ্ধান্ত নিয়েছেন। কারণ, ছবির জন্য আপাতত সময় দিতে পারছেন না তিনি। যদিও প্রিয়াংকা জানিয়েছেন হলিউডের বড় একটি প্রজেক্ট করবেন বলে ‘ভারত’ করতে পারবেন না তিনি। কিন্তু আসল ঘটনা সেটা নয় বলেই মনে করছেন সবাই।
জানা গেছে, নিক জোনাসকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন প্রিয়াংকা। তাদের দুই পরিবারও রাজি। এখন একান্ত সময় কাটিয়ে নিজেদের ভালোভাবে চিনে নিচ্ছেন তারা। এ কারণেই ‘ভারত’ ছবিটি ছেড়েছেন প্রিয়াংকা।