বিনোদন ডেস্ক: ফের বিয়ে করতে চলেছেন বলিউড তারকা হৃতিক রোশন। দুই ছেলে রেহান ও রিদানের কথা ভেবেই নাকি তিনি আবার বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। কলকাতার দৈনিক আনন্দবাজার প্রকাশ করেছে এ খবর।
খবরে আরো বলা হয়, ২০১৪ সালে বিয়ে বিচ্ছেদ হয়েছিল হৃতিক রোশন ও সুজানা খানের। তারপর থেকেই দুই ছেলের দায়িত্ব সমানভাবে পালন করেছেন তারা। শোনা যাচ্ছে, বিয়ে বিচ্ছেদের পর দুই ছেলের কথা ভেবেই ফের বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন এই জুটি! বিয়ে বিচ্ছেদের পর যখন কঙ্গনার সঙ্গে প্রকাশ্য ঝামেলায় জড়িয়েছিলেন হৃতিক তখনো সব সময় পাশে পেয়েছেন সুজানাকে।
এমনকি এক সাক্ষাৎকারে সুজানাকে নিজের জীবনের ভালোবাসার মানুষের নাম বলতে বলা হয়। সেখানে তিনি দুই ছেলের পর হৃতিকের নামই বলেছিলেন। সেই সাক্ষাৎকারও ছিল বিচ্ছেদের পরই। ফলে সব মিলিয়ে হৃতিক-সুজানা যে ভালো বন্ধু, তা একাধিকবার প্রকাশ্যে বলেছেন এই জুটি। দাম্পত্য না টিকলেও বন্ধুত্বে যে বিচ্ছেদ হবে না, এমন ইঙ্গিতই দিয়েছিলেন তারা। এবার ছেলেদের কথা ভেবেই নাকি নিজেদের সম্পর্ককে আরো একবার সময় দিতে চান এই জুটি। তবে, ফের বিয়ে করছেন কি না তা নিয়ে এখনো পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি দু’জনের কেউই।