র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে তামিম

tamimস্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজটা নিজের করে নিয়েছেন তামিম ইকবাল। ২-১ ব্যবধানে জেতা সিরিজে তার হাতেই উঠেছে সিরিজ সেরার পুরস্কার। দুটি সেঞ্চুরি সহ তিন ওয়ানডেতে করেছেন মোট ২৮৭ রান। ওয়েস্ট ইন্ডিজে তিন ম্যাচের কোনো সিরিজে সফরকারী দলের হয়ে সেরা সংগ্রহ এখন তামিমের। বাংলাদেশি ওপেনার দারুণ এই পারফরম্যান্সের পুরস্কার পেলেন আইসিসি র‌্যাঙ্কিংয়েও। ওয়ানডেতে নিজের ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিং ১৩তম অবস্থানে উঠে এসেছেন এই বা-হাতি ব্যাটসম্যান। ৭৩৭ রেটিং পয়েন্ট পাওয়াটাও তার সেরা অর্জন।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষে আইসিসি যে নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করে, সেখানে তামিম ইকবাল আগের ১৫তম অবস্থান থেকে দুই ধাপ এগিয়ে ১৩তম অবস্থানে উঠে আসেন। ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে এগিয়েন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। বোলিং র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা ও মোস্তাফিজুর রহমান।

ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচেই দারুণ ব্যাটিং করেছেন সাকিব আল হাসান। তামিম ইকবালের সঙ্গে তিন ম্যাচেই দ্বিতীয় উইকেট দারুণ জুটি হয়েছে তার। তিন ম্যাচে সাকিবের স্কোর ৯৭, ৫৬ ও ৩৭। দারুণ এই পারফরম্যান্স ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে তাকে তিন ধাপ উপরে নিয়ে গেছে। ৬২৪ রেটিং পয়েন্ট নিয়ে ২৬তম অবস্থানে তিনি। বোলিং র‌্যাঙ্কিংয়েও ২৬তম অবস্থানে সাকিব। তবে সেখানে তিন ধাপ পিছিয়েছেন। প্রথম ও শেষ ম্যাচে উইকেটশূন্য ছিলেন সাকিব। দ্বিতীয় ওয়ানডেতে নেন ২ উইকেট। অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে অবশ্য ধরে রেখেছেন শীর্ষস্থান।

ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে মাহমুদউল্লাহ রিয়াদ চার ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩৮ নম্বরে। ২২ নম্বরে থাকা মুশফিকুর রহীমের অবশ্য অবনতি হয়েছে দুই ধাপ। আগে ২০ নম্বর অবস্থানে ছিলেন তিনি।

এই সফরে বল হাতে দেশকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক মাশরাফী। গায়ানায় প্রথম ম্যাচে ৪ উইকেট নিয়েছিলেন। পরের ম্যাচে নেন ১ উইকেট। সেন্ট কিটসে নিয়েছেন ২ উইকেট। মোট ৭ উইকেট নিয়ে মাশরাফী এগিয়েছেন আট ধাপ। নিউজিল্যান্ডের ম্যাট হেনরির সঙ্গে যৌথভাবে ১৯তম অবস্থান এখন মাশরাফীর। দুই ধাপ এগিয়ে ১৭ নম্বরে উঠলেন মোস্তাফিজুর রহমান।

ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন বিরাট কোহলি। বোলিংয়ে শীর্ষে জাসপ্রিত বুমরাহ। আর অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে সেরা সাকিব আল হাসান।