আরিফের কেন্দ্রে পুলিশের গুলি, ভোটগ্রহণ বন্ধ

syllet newsসিলেট: সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের নেতৃত্বে কেন্দ্র দখল করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, পুলিশের সহযোগিতায় আগ্নেয়াস্ত্র, দা নিয়ে কেন্দ্র দখল করা হচ্ছে।

সোমবার বেলা সোয়া ১১টায় নগরীর রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এ অভিযোগ করেন আরিফুল হক চৌধুরী।

এ সময় রায়নগর কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ ছিলো।

আরিফুল হক চৌধুরী বলেন, সরকার দলের সমর্থকরা সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্র দখলের চেষ্টা করে। খবর পেয়ে তিনি কেন্দ্রে যান। এ সময় ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

তিনি বলেন, উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছোঁড়ে তার কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। কিন্তু কেন্দ্র দখলকারিদদের কিছুই বলেনি।

জানা গেছে, সাড়ে ১০টার দিকে একদল যুবক রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিশৃঙ্খলা করার চেষ্টা করলে পুলিশ তাদের প্রতিহত করে। এ সময় কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি মোশাররফ হোসেন।

তিনি জানান, কিছু সময়ের জন্য ভোটগ্রহণ বন্ধ রয়েছে।