দ্বিতীয়বার রাজশাহীর মেয়র হচ্ছেন লিটন

kayrujjaman litonডেস্ক রিপোর্ট: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) পরবর্তী মেয়র হতে যাচ্ছেন নৌকা প্রতীকের আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। শেষ খবর পাওয়া পর্যন্ত রাত ৮টা নাগাদ ১৩৮ কেন্দ্রের বেসরকারি ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে আছেন তিনি।

লিটন পেয়েছেন ১,৬৬,৩৯৪ ভোট। অন্যদিকে ধানের শীষ প্রতীকে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল পেয়েছেন ৭৮,৪৯২ ভোট।

এর আগে সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। এই সিটির মোট ভোটকেন্দ্র ১৩৮টি।

সকাল থেকে পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযাগ করেন বিএনপির মেয়রপ্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল। দুপুরে একটি কেন্দ্রে ব্যালট শেষ হয়ে গেলে কেন্দ্রের সামনেই বসে অবস্থান নেন তিনি।

তবে তিন সিটি ভোটে সন্তোষ প্রকাশ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, সব মিলিয়ে নির্বাচন ভালো হয়েছে। অনিয়মের কারণে বরিশালের ১৫টি কেন্দ্রের ফলাফল স্থগিত ও একটি কেন্দ্র বন্ধ করা হয়েছে।