‘ফিরোজা বেগম স্বর্ণপদক’ পেলেন রুনা লায়লা

 

বিনোদন ডেস্ক: সঙ্গীতে অসামান্য অবদান ও দেশীয় শুদ্ধসঙ্গীত চর্চা করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ফিরোজা বেগম স্বর্ণপদক ও পুরস্কার’ দেওয়া হয়েছে বরেণ্য সঙ্গীত শিল্পী রুনা লায়লাকে।

সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে কালজয়ী এই কণ্ঠশিল্পীর হাতে পদক ও এক লাখ টাকার চেক তুলে দেন উপাচার্য মো. আখতারুজ্জামান।

‘ফিরোজা বেগম ট্রাস্ট ফান্ড’ প্রতিবছর একজন শিল্পীকে এই পুরস্কার দেয়।

প্রয়াত শিল্পী ফিরোজা বেগমের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের।

অনুষ্ঠানে অধ্যাপক আখতারুজ্জামান বলেন, “ফিরোজা বেগম বাংলাদেশের একজন কিংবদন্তী নজরুল সঙ্গীতশিল্পী। নজরুল সঙ্গীতকে তিনি বিশ্বের কাছে সমাদৃত করেছেন। ফিরোজা বেগম স্বর্ণপদক তাই সঙ্গীত জগতের পুরোধা ব্যক্তিকে দেওয়া হয়।

“একজন কিংবদন্তী শিল্পীর নামে প্রবর্তিত স্বর্ণপদক ও পুরস্কার আরেকজন কিংবদন্তী শিল্পী লাভ করলেন। শিল্পী রুনা লায়লা বাংলা সঙ্গীতকে বিশ্ব দরবারে সমৃদ্ধরূপে উপস্থাপন করেছেন। সঙ্গীতাঙ্গনে আগ্রহ সৃষ্টি ও সুস্থ সঙ্গীতের প্রসারে এই পুরস্কার ভূমিকা রাখবে। রুনা লায়লাকে এই পদক দিতে পেরে আমরা গর্ববোধ করছি।”

পদক পাওয়ার অনুভূতি প্রকাশ করে রুনা লায়লা বলেন, “আজকে আমার জন্য বিশেষ একটি দিন। এই পুরস্কার আমার জন্য বিশেষ আশীর্বাদ। কারণ ফিরোজা বেগমের মতো একজন কিংবদন্তী শিল্পীর নাম জড়িত রয়েছে। এটা আমার জন্য সবচেয়ে বড় পদক। আমাদের দেশে যতদিন গান থাকবে ততদিন ফিরোজা বেগম বেঁচে থাকবেন।”

বিএ স্নাতক পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল লাভ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থী উর্মী ঘোষকে শুভেচ্ছা জানানো হয়। আগামী সমাবর্তনে তাকে স্বর্ণপদক দেওয়ার ঘোষণাও দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন।

স্বাগত বক্তব্য দেন ফিরোজা বেগম ট্রাস্ট ফান্ডের পৃষ্ঠপোষক ও এসিআই ফাউন্ডেশনের চেয়ারম্যান এম আনিস উদ দৌলা। ধন্যবাদ জ্ঞাপন করেন সঙ্গীত বিভাগের চেয়ারপার্সন টুম্পা সমাদ্দদার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্ট ফান্ডের চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. কামাল উদ্দীন।

সূচনা সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত বিভাগের শিক্ষার্থীরা। পরে নৃত্য পরিবেশন করেন নৃত্যকলা বিভাগের শিক্ষার্থীরা।