চৌগাছায় শোক দিবসের প্রস্তুতি সভা

চৌগাছা প্রতিনিধি: যশোরের চৌগাছায় ১৫ই আগষ্ট ২০১৮ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনে বাংলাদেশ আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচির প্রস্তুতিসভা ও চৌগাছা পৌর আওয়ামী লীগের সাথে নবগঠিত চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরীর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

চৌগাছা পৌর আওয়ামী লীগের আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরীর চৌগাছা বাসস্টান্ডস্থ কার্যালয়ে এই প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়।

পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি নিমাই সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী।

বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক পাতিবিলা ইউপি চেয়ারম্যান সহিদুল ইসলাম মিয়া, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম রাজ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর আব্দুল মজিদ, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আতিয়ার রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহব্বায়ক জিয়াউর রহমান রিন্টু, চৌগাছা বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি রিয়াজুল ইসলাম ডাবলু, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরসহ চৌগাছা পৌর আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সম্পাদকবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি মেহেদী মাসুদ চৌধুরী জাতীয় শোক দিবস পালনের পাশাপাশি আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহব্বান জানান।