স্টাফ রিপোর্টার, যশোর: ঢাকার বিমানবন্দর সড়কে বাসা চাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সারাদেশে নিরাপদ সড়কের দাবিতে যশোরের দড়াটানায় অবস্থান ও বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকালে শহরের দড়াটানা ট্রাফিক আইল্যান্ডে ও সরকারি কলেজের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় শহরে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের এই সমাবেশ থেকে নৌমন্ত্রীর পদত্যাগসহ সারাদেশে নিরাপদ সড়ক গড়ে তোলার দাবি জানানো হয়।
পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকার ছাত্র আন্দোলনের সাথে একাত্মতা জানিয়ে বৃহস্পতিবার সকালে যশোরের বিভিন্ন কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শহরের দড়াটানা চত্বরে অবস্থান নেয়।
বিক্ষুব্ধ ছাত্ররা এ সময় বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। সাধারণ ছাত্রদের ব্যানারে এই কর্মসূচিতে যোগদেয় সাধারণ শিক্ষার্থীরা। এক পর্যায়ে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে প্রশাসনের হস্তক্ষেপে শিক্ষার্থীরা ব্যস্ততম সড়ক থেকে অবস্থান তুলে নিয়ে প্রেসক্লাব যশোরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন।
দুপুরে ছাত্ররা আবারো শহরের দড়াটানায় এসে অবৈধ যানবাহন চলাচলে বাধা দেয়। এসময় তারা ঢাকা মেট্রো-গ -২৯-৬১৮৪ নম্বরের একটি সাদা রঙের প্রাইভেটকার আটক করে। আটককৃত প্রাইভেটকারের চালকের ড্রাইভিং লাইসেন্স ছিল না। তারা গাড়িটি দড়াটানা ভৈরব চত্বরে সাইড করে রাখে। গাড়ির চালক জানায় গাড়িটির মালিক ঝিনাইদহের জনৈক মিলনের।
একই সাথে আন্দেলনরত শিক্ষার্থীরা সারাদেশে নিরাপদ সড়ক গড়ে তোলাসহ নিরাপদ সড়ক আইন সংস্কার করে যুগোপযোগী করার দাবি জানান। তারা নৌ-পরিবহন মন্ত্রী শাহাজান খাঁনেরও পদত্যাগের দাবি জানায়।