রাজগঞ্জ সংবাদদাতা: রাজগঞ্জে প্রতিপক্ষের শাবলের আঘাতে আহত খয়বর গাজী (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।
নিহত খয়বর গাজী মণিরামপুর উপজেলার রাজগঞ্জের মশ্মিমনগর গ্রামের মৃত আতিয়ার গাজীর ছেলে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে থানা পুলিশ লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
মণিরামপুর থানার ওসি মোকাররম হোসেন বলেন, মশ্মিমনগর গ্রামে মন্দিরের একটি পতিত জমিতে ঘর করে থাকতেন ভূমিহীন খয়বর। গত ২১ জুলাই দুপুর আড়াইটার দিকে তার জমির পাশে থাকা (সালামদের) একটি পেঁপে গাছের চারার উপর অসাবধানতাবশত ময়লা ফেললে চারাটি ভেঙ্গে যায়। এসময় জমির মালিক আব্দুস সালাম, সালামের স্ত্রী সাবিনা বেগম, ওই এলাকার মশিউর ও আবুল কালাম গিয়ে খয়বরের সাথে কথাকাটাকাটির এক পর্যায়ে সালাম তার হাতে থাকা শাবল দিয়ে খয়বরের বুকে আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। স্বজনরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে দুই দিন চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন খয়বর। বাড়িতে তিনি হাসপাতালের ব্যবস্থাপত্র অনুযায়ী চিকিৎসা নিচ্ছিলেন। পরে বুধবার রাত ১২টার দিকে মৃত্যু হয় খয়বরের।
ওসি বলেন, খবর পেয়ে সকালে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।