প্রেস বিজ্ঞপ্তি: যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সদস্য দৈনিক ইনকিলাব পত্রিকার স্টাফ রিপোর্টার রেবা রহমান গুরুতর অসুস্থ হয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি হয়েছেন।
তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সভাপতি সাজেদ রহমান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, সহ সভাপতি প্রদীপ ঘোষ, যুগ্ম সম্পাদক রেজাউল করিম রুবেল, কোষাধ্যক্ষ মারুফ কবীর, জেইউজে নির্বাহী সদস্য শফিক সায়ীদ ও মিরাজুল কবীর টিটো।
পৃথক বিবৃতিতে রোগমুক্তি কামনা করেছেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন’র সহ সভাপতি মনোতোষ বসু, যুগ্ম মহাসচিব সাকিরুল কবীর রিটন, নির্বাহী সদস্য নূর ইমাম বাবুল ও গোপীনাথ দাস।
একইসাথে নেতৃবৃন্দ রেবা রহমানের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।