দেশের ক্ষতি হয় এমন কিছু করা শিক্ষার্থীদের ঠিক হবে না : বাণিজ্যমন্ত্রী

ভোলা: আন্দোলনরত শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি প্রধানমন্ত্রী মেনে নিয়েছেন। শিক্ষার্থীদের এখন ঘরে ফিরে যাওয়া ঠিক হবে বলে আমি মনে করছি। তাদের এমন কিছু করা ঠিক হবে না, যা দেশের ক্ষতি হবে।

শুক্রবার ভোলার নিজ বাসভবন চত্বরে এক ইউনিয়ন কমিটি ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও সমাবেশে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

বিএনপিকে উদ্দেশ্য করে তোফায়েল আহমেদ বলেন, আগামী নির্বাচন বানচাল করার ক্ষমতা বিএনপির নেই। এ নির্বাচন কমিশনই আগামী নির্বাচন পরিচালনা করবে। বিএনপির কোনো অরাজকতা মানুষ মেনে নেবে না।

এ সময় মন্ত্রী নেতাকর্মীদের নির্বাচনের জন্য জোর প্রস্তুতি নেয়াসহ কেন্দ্র এলাকা কমিটি গঠনের নির্দেশ দেন।

এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সম্পাদক আব্দুল মমিন টুলু, উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ স্থানীয় নেতাকর্মীরা।