যশোরে শিক্ষার্থীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার, যশোর: শনিবার শিক্ষার্থীরা যশোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে। তাদের হাতে নানা স্লোগানসম্বলিত প্ল্যাকার্ড শোভা পাচ্ছিল।

সকাল সোয়া দশটা থেকে বেলা ১১টা পর্যন্ত এই মানববন্ধন চলে। মানববন্ধনে অংশ নেয় সিটি কলেজ, সরকারি মহিলা কলেজ, আব্দুর রাজ্জাক কলেজ, সরকারি পলিটেকনিক, হামিদপুর আল হেরা ডিগ্রি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেয়।

সরকারি সিটি কলেজের ছাত্র হাবিবুর রহমান ও হামিদপুর আল হেরা ডিগ্রি কলেজের ছাত্র ওভি ঘোষ বলেন, সড়কে খুনের ঘটনার প্রতিবাদে তারা নয় দফা দাবি আদায়ের জন্য রাজপথে নেমেছেন। মুখে মুখে নয় দাবি বাস্তবায়ন করে দেখাতে হবে, তারপর তারা ঘরে ফিরে যাবেন বলে জানান।

এর আগে সকালে কালেকটরেট পার্কে জড়ো হয় শিক্ষাথীরা। পরে বিভিন্ন ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা প্রেসক্লাবের সামনে মানববন্ধনে মিলিত হয়।