শোক দিবস উপলক্ষে যশোর সিটি কলেজ ছাত্রলীগের কালো ব্যাজ ধারণ কর্মসূচী পালিত

স্টাফ রিপোর্টার: জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে যশোর সরকারি সিটি কলেজ। ৪ আগষ্ট সিটি কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের নেতাকর্মীরা কালো ব্যাজ পরিধাণ করিয়ে দেন জেলা ছাত্রলীগ, শিক্ষক, শিক্ষক পরিষদ, কর্মকর্তা ও কর্মচারীসহ বিভিন্ন সংগঠনকে।

এ সময় উপস্থিত ছিলেন, কলেজের অধ্যাক্ষ আবু তোরাব মো: হাসান, উপধ্যাক্ষ গুলশান আরা, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড.আনোয়ার হোসেন, যশোর জেলা ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক ছাল-ছাবিল আহমেদ জিসান, সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি খন্দকার মারুফ হুসাইন ইকবাল সিনিয়র সহ-সভাপতি বিল্লাল হোসেন, সাধারন সম্পাদক আব্দুল হালিম, যুগ্ম-সাধারন সম্পাদক রিদয় তরফদার, সাদ্দাম হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান শাহিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক খসরুজ্জামান খান টিটু, সমাজসেবা বিষয়ক সম্পাদক কবির হোসেন, ছাত্রী বিষয়ক সম্পাদক জান্নাতুন নেছা মিম, সহ ছাত্রলীগ নেতা মামুন, রোহান, সুমন, আল-আমিন সহ অন্যান্য নেতাকর্মী।