স্টাফ রিপোর্টার, যশোর: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রকৌশলীদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল প্রডাকশন বিভাগ। সেমিনারে প্রকৌশলীদের দক্ষতা বৃদ্ধির বিভিন্ন বিষযয় নিয়ে আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইনিস্টিটিউটের সভাপতি আব্দুস ছবুর, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. আনোয়ার হোসেনসহ অন্যান্যরা। কর্মশালায় বিভিন্ন প্রকৌশলী, শিক্ষক, শিক্ষার্থীরা অংশ নেয়।