যশোরে সাংবাদিক রেবা রহমানকে শ্রদ্ধার মধ্য বিদায়

যশোরের সাংবাদিক সমাজ শ্রদ্ধার মধ্য দিয়ে বিদায় দিয়েছেন প্রেসক্লাবের সদস্য সাংবাদিক রেবা রহমানকে। রোববার দুপুরে প্রেসক্লাব যশোরে সাংবাদিকসহ সামাজিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দও শ্রদ্ধা জানান। জোহরবাদ জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে সাংবাদিক রেবা রহমানকে।

দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার রেবা রহমান শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যশোর জেনারেল হাসপাতালের করোনারী ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি ও দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি মিজানুর রহমান তোতার স্ত্রী দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার রেবা রহমানের মরদেহ বেলা ১১টায় প্রেসক্লাব যশোরে আনা হয়। এসময় শেষ শ্রদ্ধা জানান প্রেসক্লাব যশোর, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, পুলিশ সুপার যশোর, যশোর সংবাদপত্র পরিষদ, যশোর সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন যশোর, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন যশোর জেলা শাখা, যশোর হকার্স ইউনিয়ন, দৈনিক কল্যাণ, দৈনিক গ্রামের কাগজ, দৈনিক সমাজের কাগজ, দৈনিক সমাজের কথা, দৈনিক স্পন্দন, দৈনিক প্রজন্মের ভাবনা, দৈনিক সত্যপাঠ, যশোর জেলা বিএনপি, উপশহর ডিগ্রি কলেজ, জাতীয় গণতান্ত্রিক পার্টিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

দুপুর সাড়ে ১২টার দিকে তার মরদেহ নিয়ে যাওয়া হয় যশোর সদর উপজেলার খয়েরতলা বাড়িতে। জোহরবাদ স্থানীয় খয়েরতলা জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এসময় যশোর ২ আসনের সদস্য সদস্য অ্যাড. মনিরুল ইসলাম, যশোর ৩ আসনের সাবেক সংসদ সদস্য খালেদুর রহমান টিটো, যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ দৌল্লা, সম্পাদক মবিনুল ইসলাম মবিনসহ যশোরের সাংবাদিক সমাজ জানাজায় অংশ নেন।

জানাজা শেষে সাংবাদিক রেবা রহমানের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। সাংবাদিক রেবা রহমান প্রেসক্লাব যশোরের সদস্য ও যশোর সাংবাদিক ইউনিয়নের সদস্য ছিলেন।

এদিকে রেবা রহমানের মৃত্যুতে প্রেসক্লাব যশোর চারদিন কর্মসূচি গ্রহন করেছে।