যশোরে ট্রাফিক সপ্তাহ শুরু

শোভাযাত্রার মধ্য দিয়ে যশোরে শুরু হয়েছে ট্রাফিক সপ্তাহ। ‘ট্রাফিক আইন মেনে চলুন-দুর্ঘটনা এড়িয়ে চলুন’ শ্লোগানকে আহবান জানিয়ে যশোর জেলা পুলিশের উদ্যোগে রোববার সকালে এ শোভাযাত্রা বের হয়।

শহরের দড়াটানা মোড়ে এ শোভাযাত্রা উদ্বোধন করে পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, সড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনের ফিটনেস পরীক্ষার পাশাপাশি লাইসেন্স পরীক্ষা, ট্রাফিক আইনভঙ্গ রোধ এবং ট্রাফিক আইন মেনে চলতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার, আনছার উদ্দিন, আন্তঃজেলা বাস সিন্ডিকেট যশোরের সাধারণ সম্পাদক পবিত্র কাপুড়িয়া, বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক সমিতির (২২৭) সভাপতি মামুনুর রশীদ বাচ্চু সহসভাপতি মো. আবু হাসানসহ পুলিশ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ। স্লোগান সম্বলিত প্যানা-পোস্টার হাতে নিয়ে বিশাল শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসটার্মিনাল এলাকায় এসে শেষ হয়।