যশোরে ছাত্রছাত্রীদের নিয়ে মাদক বিরোধী সভা

যশোরে শিক্ষাঙ্গনে ছাত্রছাত্রীদের সাথে মাদক বিরোধী আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করেছে যশোর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়।

রোববার সকালে যশোর সম্মিলিনী ইন্সটিটিউশনে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সম্মিলনি স্কুলের প্রধান শিক্ষক মিহির কান্তি সরকার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর মাদক দ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ আমিনুল কবির।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক বিপ্লব কুমার দাস, শিরিনা খানম, চঞ্চল কুমার সরকার, বদরুল আলম প্রমূখ।