টি-টুয়েন্টি র‌্যাঙ্কিংয়ে উন্নতি সাকিব-তামিমের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজটি ২-১ এ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। সোমবার ফ্লোরিডায় শেষ টি-টুয়েন্টিতে বৃষ্টি আইনে ১৯ রানে জয় পায় বাংলাদেশ। ওয়ানডে সিরিজের মতো টি-টুয়েন্টিতেও দারুণ পারফর্ম করেছেন তামিম ইকবাল ও অধিনায়ক সাকিব আল হাসান। দ্বিতীয় ম্যাচে টাইগারদের জয়ের নাম ছিলেন তামিম। যেখানে দারুণ খেলেন সাকিও। সিরিজ সেরার পুরস্কার তো হাতে উঠেছে বাংলাদেশ অধিনায়কেরই। ক্যারিবীয়দের বিপক্ষে টি-টুয়েন্টিতে সাকিব-তামিমদের এই পারফরম্যান্সের ছাপ পড়েছে র‌্যাঙ্কিংয়েও। আইসিসির ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন দুজনই।

আইসিসির নতুন প্রকাশিত টি-টুয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় ৮ ধাপ এগিয়েছেন সাকিব। উঠে এসেছেন ৪৫তম স্থানে। আর তামিম ছয় ধাপ এগিয়ে আছেন ৩৯তম স্থানে। সেন্ট কিটসে বাংলাদেশের প্রথম টি-টুয়েন্টিটি ভালো যায়নি। তবে পরের দুই ম্যাচ টাইগাররা খেলেছে দাপটের সঙ্গে। তিন ম্যাচে সাকিবের ইনিংসগুলো এরকম- ১৯, ৬০ ও ২৪। আর তামিমের ইনিংসগুলো এরকম- ০, ৭৪ ও ২১।

তবে সবচেয়ে বড় উন্নতিটা হয়েছে লিটন দাসের। প্রথম ম্যাচে অন্যদের ব্যর্থতার মাঝে ২৪ রানের ইনংস খেলেছিলেন লিটন। দ্বিতীয় টি-টুয়েন্টিতে ১ রানের বেশি করতে পারেননি। তবে শেষ ম্যাচে করেছেন ৩২ বলে ৬১ রান। ঝড়ো এই ইনিংসে হয়েছেন ম্যাচ সেরা। আর এই ইনিংসে সিরিজ শেষে এক লাফে এগিয়েছেন ২২ ধাপ। ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে তার বর্তমান অবস্থান ৭১তম।

এছাড়া ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদও। তিন ধাপ এগিয়ে ৩৬তম স্থানে তিনি। আর বোলিং র‌্যাঙ্কিংয়ে ১৪ ধাপ এগিয়ে ৭০তম স্থানে উঠে এসেছেন নাজমুল ইসলাম অপু।