স্পেনের পেশাদার ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের এবারের মৌসুমের জার্সির আলাদা একটা বিশেষত্ব রয়েছে। কারণ, রিয়ালের এই জার্সি বানানো হয়েছে সমুদ্রে ভেসে থাকা প্লাস্টিকের আবর্জনা দিয়ে। এজন্য বলাই যায়, এবারের মৌসুমে রিয়ালের সব খেলোয়াড় গায়ে সামুদ্রিক আবর্জনা মেখে মাঠে খেলতে নামবেন।
কলকারখানার বিস্তারের ফলে রাশায়নিক বর্জ্য এবং জনসচেতনার অভাবে সমুদ্রের পানি দিন দিন ব্যবহারের অযোগ্য হয়ে যাচ্ছে। সমুদ্রের পানি পরিষ্কার রাখার জন্য জনসচেতনা বাড়াতে ব্যতিক্রম উদ্দ্যো নিয়েছে স্পেনের পেশাদার ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ।
সাগরে ভেসে থাকা প্লাস্টিকের আবর্জনা নিয়ে দীর্ঘদিন ধরেই পরিবেশবাদীরা সচেতনতা গড়ে তোলার চেষ্টা করছেন। মানুষের ফেলে দেওয়া এই প্লাস্টিকের বোতল ও অন্যান্য সামগ্রী সমুদ্রের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করছে।
এ কারণে দারুন উদ্যোগ নিয়েছে ক্রীড়াসরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা ‘পারলে’। ফেলে দেওয়া বোতলগুলো থেকেই রিয়াল মাদ্রিদের জন্য তৈরি করেছে বিশেষ এক জার্সি।
এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সাইরিল গাশচ জানিয়েছেন, সমুদ্রে প্লাস্টিকের আবর্জনা যে ভয়ংকর সমস্যা সৃষ্টি করছে সেটার কথা মনে করিয়ে দেয়ার জন্যই আমাদের এ উদ্যোগ। আমাদের বার্তা সবার কাছে পৌঁছে দেওয়ার ক্ষমতা আছে রিয়াল মাদ্রিদের। পৃথিবীজুড়ে ওদের প্রচুর সমর্থক।