অশোভন ভঙ্গি করায় জরিমানা সোহেল তানভীরের

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) শুরুতেই শাস্তি পেলেন সোহেল তানভীর। অশোভন ভঙ্গি করায় জরিমানা ‍গুনতে হচ্ছে পাকিস্তানের এ পেসারকে।

বৃহস্পতিবার সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে কুৎসিত ভঙ্গি করায় ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের এই ফাস্ট বোলারকে। ম্যাচ রেফারি ডেনাভন হেইলেসের দেওয়া এই শাস্তি মেনে নিয়েছেন তানভীর।

ঘটনা সেন্ট কিটস অ্যান্ড নেভিসের ইনিংসের ১৭তম ওভারে। দুর্দান্ত এক ইয়র্কারে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান বেন কাটিংয়ের মিডল স্টাম্প ভেঙে দেন তানভীর। আউট হওয়ার এক বল আগেই লং অন দিয়ে বড় এক ছয় মেরেছিলেন কাটিং। আর তাই এই অসি ব্যাটসম্যানকে আউট করার পর উদযাপনের লাগাম টানতে পারেননি তানভীর।

কাটিং যখন সাজঘরে ফিরছিলেন, তখন দুই হাতের দুই মধ্যমা দেখিয়ে উইকেট উদযাপন করেন পাকিস্তানি বোলার। এমন ভঙ্গি মোটেও ভালোভাবে নেননি ম্যাচ রেফারি।

ম্যাচে চার ওভারে ১৪ রান দিয়ে ওই একটি উইকেট পেয়েছেন গত আসরের শীর্ষ উইকেট শিকারি তানভীর। ক্রিকইনফো