ইতালির ক্লাব এসি মিলানকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে প্রাক-মৌসুম টুর্নামেন্টের বার্নাব্যু ট্রফি জিতে নিয়েছে রিয়াল মাদ্রিদ। এ জয়ে একটি করে গোল করেন করিম বেনজেমা, গ্যারেথ বেল ও বোরহা মায়োরাল।
মিলানের হয়ে একমাত্র গোলটি করেন জুভেন্টাস থেকে এ মৌসুমে ধারে খেলতে যাওয়া গনজালো হিগুয়েন।
প্রতি বছরই ঘটা করে মৌসুমের আগে এক সমেয়র রিয়াল প্রেসিডেন্ট সান্তিয়াগো বার্নাব্যুর স্মরণে এই ম্যাচ আয়োজন করে গ্যালাকটিকোরা। এবার তারা আমন্ত্রণ জানায় ইতালিয়ান জায়ান্ট মিলানকে।
ঘরের মাঠে ম্যাচে মাত্র ২ মিনিটেই বেনজেমার গোলে এগিয়ে যায় রিয়াল। তবে চতুর্থ মিনিটেই আর্জেন্টাইন তারকা হিগুয়েনের গোলে সমতায় ফেরে সফরকারীরা। প্রথমার্ধের যোগ করা সমেয় গ্যারেথ বেল গোল করলে ফের এগিয় যায় স্বাগতিকরা।
আর ম্যাচের অতিরিক্ত সময়ে রিয়ালের হয়ে আরেক গোল করেন বোরহা।