ফ্রেঞ্চ লিগ ওয়ানের অঘোষিত রাজা প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। নতুন মৌসুমের শুরুটাও তারা করেছে রাজার মতোই। লিগে নিজেদের প্রথম ম্যাচে কায়েন এফসিকে ৩-০ গোলে হারিয়েছে থমাস টুশেলের দল।
প্রায় সাড়ে পাঁচ মাস পরে পিএসজির প্রথম একাদশে ফেরেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র।
দলের জয়ে প্রথম গোলটিই করেন তিনি। ম্যাচের দশম মিনিটে ক্রিস্টোফার এঙ্ককুর পাস থেক বল জালে জড়ান নেইমার।
প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করে ফেলে পিএসজি। ৩৫তম মিনিটে অ্যাঞ্জেল ডি মারিয়ার পাস ধরে আলতো টোকায় বল জালে জড়াল আদ্রিয়ান রাবিওত।
দ্বিতীয়ার্ধের ৮৯তম মিনিটে ম্যাচের শেষ গোলটি করেন যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড টিমো উইয়াহ।