ক্যারিবিয়ানে দুর্দান্ত একটি সফর কাটিয়ে ছুটিতে আছেন বাংলাদেশের ক্রিকেটারসহ কোচিং স্টাফরা। এই সময়েই টাইগার শিবিরে শোনা গেল এক দুঃসংবাদ। বাংলাদেশের দলের দায়িত্ব ছাড়তে পারেন ভারতের সাবেক স্পিনার সুনীল যোশি।
কারণ ভারত নারী ক্রিকেট দলের সম্ভাব্য নতুন প্রধান কোচের তালিকায় নাম রয়েছে তার।
বর্তমানে তিনি বাংলাদেশ দলের স্পিন বোলিং হিসেবে কাজ করছেন। অতীতে ছিলেন ওমানের কোচ। ভারতের হয়ে তিনি ১৫ টেস্ট ও ৬৯টি ওয়ানডে ম্যাচ খেলেছেন।
সুনীল যোশির পাশাপাশি ২০ জনের তালিকায় নাম আছে আরেক স্পিনার রমেশ পাওয়ারের।