আগামী ২৫ আগস্ট শনিবার যশোর বেজপাড়াস্থ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন অনির্বাণ (ক্লাব) সংসদের নির্বাচন অনুুষ্ঠিত হবে। নিবাচন উপলক্ষ্যে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রাথীরা নিজেদের অবস্থান শক্ত করতে নবীন-প্রবীনদের খোঁজ-খবর নিচ্ছে। জয়ী হলে সামাজিক উন্নয়ন করার প্রতিশ্রুতি দিচ্ছে।
সংগঠনের এ নির্বাচনে ২৫টি পদের ২০টি পদে দু’প্যানেলে ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। শুধুমাত্র সাধারণ সম্পাদক পদে এস এম সাজ্জাদুল হক কামাল স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এছাড়া বাকি চারটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।
দু’প্যানেলে একটিতে নেতৃত্ব দিচ্ছেন মোস্তফা-বাদল-রনি আর অপর প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন ভিটু-বাদল-পলাশ। স্বতন্ত্র প্রার্থী সাধারণ সম্পাদক এস এম সাজ্জাদুল হক কামাল বলেন, আমি সমাজসেবা করতে এককভাবে প্রার্থী হয়েছি। দীর্ঘ ১৭ বছর ভিটু পরিষদ জোরপূর্বক ক্ষমতায় ছিল। সংগঠনের বিধান অনুযায়ী তিন বছর পর নির্বাচন দেওয়ার নিয়ম রয়েছে। অথচ তারা ক্ষমতায় এসে কোন নিয়মের তোয়াক্কা করেনি। সর্বশেষ এলাকার মানুষের চাপে তারা নির্বাচন দিতে বাধ্য হয়েছে। সদস্যরা এ বিষয়ে সবাই অবগত। আশা করি আগামীদিনে ক্লাবের উন্নয়নে তারা আমাকে বেঁছে নেবেন। আমি নির্বাচিত হলে নবীন-প্রবীন সবাইকে বেজপাড়ায় যে ঐক্যবদ্ধ বিনষ্ট হয়েছে তা ফিরিয়ে আনবো।
মোস্তফা-বাদল-রনি প্যানেল থেকে ২০ প্রার্থী নির্বাচন করছেন। তার মধ্যে সভাপতি পদে আরিফুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি পদে বদরুদ্দোজা বাদল, সহ-সভাপতি পদে শেখ আজিজুর রহমান, সহ-সম্পাদক পদে নাফিস আহমেদ রনি, কোষাধ্যক্ষ পদে ফিরোজ আলম, দপ্তর সম্পাদক পদে মোস্তাক আহম্মেদ পারভেজ, সাংস্কৃতিক সম্পাদক পদে কাজী আনোয়ারুল হক বিজন, সাংস্কৃতিক সহ-সম্পাদক পদে এনামুল শিকদার রুমন, ক্রীড়া সম্পাদক পদে মাসুম বিল্লাহ আজাদী, সহ-ক্রীড়া সম্পাদক পদে মোঃ ফারুক, প্রচার সম্পাদক পদে কাজী আশরাফুল ইসলাম সুমন, সমাজ কল্যাণ সম্পাদক পদে নাসরুল কবির বাপ্পি, সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে ইফতেখার আলম শুভ্র, সদস্য পদে এ্যাডভোকেট গোলাম মোস্তফা, আজম, সৈয়দ বদিউজ্জামান ও মিলন খান প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভিটু-বাদল-পলাশ প্যানেলে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে সভাপতি পদে জিল্লুর রহমান ভিটু, সিনিয়র সহ-সভাপতি পদে মাহাবুব আহমেদ বাদল, সহ-সভাপতি পদে সাঈদ আহমেদ নাসির শেফার্ড, সহ-সভাপতি পদে সেলিম হাওলাদার, সাধারণ সম্পাদক পদে কামাল হোসেন পলাশ, সহ-সাধারণ সম্পাদক পদে ইউনুস তরফদার, কোষাধ্যক্ষ পদে মাসুম রহমান প্রিন্স, সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে রফিকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক পদে অলিউল আযম রকিব, সাংস্কৃতিক সহ-সম্পাদক পদে সাজ্জাদ হোসেন বাবু, ক্রীড়া সম্পাদক পদে আরিফুর রহমান রিমু, ক্রীড়া সহ-সম্পাদক পদে খন্দকার এজাজুর রহমান তুষার, সমাজ কল্যাণ সম্পাদক পদে শামীম আহম্মেদ মানুয়া, প্রচার সম্পাদক পদে ফজলুল হক, দপ্তর সম্পাদক পদে আনিচুর রহমান, সদস্য পদে আজগর হোসেন, আলমগীর হোসেন, কাজী তরিকুল ইসলাম পান্না, আব্দুর রশীদ ডলার, কাজী মামুনুর রশীদ ও শেক মামুন রনি। আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে বুলবুল আহম্মেদ সুমন, ক্রীড়া সহ-সম্পাদক পদে এস এম সানোয়ারুল হক তুফান, সমাজ কল্যাণ সহ-সম্পাদক পদে রকিবুল ইসলাম ছিটন ও সহ-প্রচার সম্পাদক পদে কামরুজ্জামান সোহেল নির্বাচিত হয়েছেন।