ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জুভেন্টাসে চলে যাওয়ার পর হার দিয়ে প্রাক-মৌসুম শুরু করেছিল রিয়াল মাদ্রিদ। এরপর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে টানা তিন ম্যাচ জিতে প্রাক-মৌসুম শেষ করেছে তারা। টানা তিন ম্যাচে গোল করে রোনাল্ডোর শূন্যতা ভুলিয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন গ্যারেথ বেল।
তবে এসবই গা গরমের প্রস্তুতি পর্বের নির্যাস। এবার আসল পরীক্ষা। আনুষ্ঠানিকভাবে রিয়ালের রোনাল্ডো-উত্তর যুগ শুরু হচ্ছে আজ। নতুন যুগ ও নতুন মৌসুমের প্রথম পরীক্ষা চেনা শত্রুর বিপক্ষে। এস্তোনিয়ার রাজধানী তাল্লিনে বাংলাদেশ সময় আজ রাত ১টায় উয়েফা সুপার কাপে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে পড়শি অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে রিয়াল।
উয়েফা সুপার কাপে মুখোমুখি হয় চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগজয়ী দুই দল। গত মৌসুমে ইউরোপীয় ক্লাব ফুটবলের দুটি শিরোপাই গেছে মাদ্রিদ শহরে। ফলে এবারের সুপার কাপ রূপ নিয়েছে মাদ্রিদ ডার্বিতে। চ্যাম্পিয়ন্স লিগের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন রিয়াল চারবার জিতেছে উয়েফা সুপার কাপ। বার্সেলোনা ও এসি মিলানের সর্বোচ্চ পাঁচবার এই ট্রফি জেতার কীর্তি আছে। আজ সেই রেকর্ড ছোঁয়ার হাতছানি রিয়ালের সামনে।
নতুন কোচ হুলেন লোপেতেগির অধীনে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে রিয়ালের জার্সিতে অভিষেক হতে পারে বেলজিয়ান গোলকিপার থিবাউ কুর্তোয়ার। রাশিয়া বিশ্বকাপের ফাইনালের পর আজ আবার মুখোমুখি হতে যাচ্ছেন রিয়ালের ক্রোট মিডফিল্ডার লুকা মডরিচ ও অ্যাটলেটিকোর ফরাসি ফরোয়ার্ড আঁতোয়া গ্রিজমান। স্প্যানিশ লিগে গত কয়েক মৌসুমে অ্যাটলেটিকো রিয়ালের গলার কাঁটা হয়ে উঠলেও ইউরোপের ছবিটা ভিন্ন। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে দু’বার রিয়ালের কাছে হারের বদলা নিতে মুখিয়ে থাকার কথা গ্রিজমানদের।
তবে চেনা প্রতিপক্ষকে নিয়ে বাড়তি চাপ অনুভব করছেন না রিয়াল কোচ লোপেতেগি, ‘প্রতিপক্ষ অ্যাটলেটিকো বলে বাড়তি কোনো চাপ অনুভব করছি না আমরা। এটা ফাইনাল। রিয়াল মাদ্রিদ সম্ভাব্য সবকিছুই জিততে চায়।’