জয়ের কৃতিত্ব খেলোয়াড়দেরই দিচ্ছেন বাংলাদেশ কোচ

এশিয়ান গেমসে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী কাতারকে ১-০ গোলে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। এই জয়ের মাধ্যমে প্রথমবারের মত এশিয়ান গেমসের ইতিহাসে গ্রুপ পর্ব টপকে দ্বিতীয় রাউন্ডে উঠলো বাংলাদেশ। আর এমন অর্জনের কৃতিত্বটা দেশের ফুটবলারদেরই দিচ্ছেন বাংলাদেশের কোচ জেমি ডে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোচ জানান,‘এত দিন ধরে আমরা যে অনুশীলন করছি সেটার ফল পেলাম। কঠোর পরিশ্রম করলে যে অনেক সময় সাফল্যের দেখা মেলে তা প্রমাণ হলো। এই প্রথম এশিয়াডে বাংলাদেশ দ্বিতীয় পর্বে। এর পুরো কৃতিত্ব খেলোয়াড়দের, এটা তাদের অর্জন। তাদের কারণেই এমন সাফল্য এসেছে।’

দ্বিতীয় রাউন্ড নিয়ে এখনো ভাবছেন না বাংলাদেম কোচ। তার মতে আগে এই জয়ের মুহূর্তটাই উপভোগ করুক ফুটবলাররা। তিনি বলেন,‘পুরো ম্যাচে কঠোর পরিশ্রম করেছে ওরা। পুরো ৯০ মিনিট খেলেছে, একটুও ছন্দ হারায়নি। আমরা এখন দ্বিতীয় পর্ব নিয়ে চিন্তিত নই, এই মুহূর্ত উপভোগ করতে হবে।’

গোল করে দলকে জিতিয়ে বেশ খুশি বাংলাদেশ দলের অধিনায়ক জামাল। অধিনায়ক বলেন,‘আমার ক্যারিয়ারের অন্যতম সেরা একটা দিন গেল। ড্রেসিংরুমের পরিবেশ তো আনন্দমুখর। আমি আজকের পারফরম্যান্সে বেশ খুশি।’