২১ আগষ্ট ভয়াবহ গ্রেনেড হামলার প্রতিবাদ ও আসামীদের ফাঁসির দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ। মঙ্গলবার সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে মুজিব চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্প্যমাল্য অর্পন করা হয়।
পরে সংক্ষিপ্ত সমাবেশে স্থানীয় সংসদ সদস্য আব্দুল হাই, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, ২১ আগষ্ট ভয়াবহ গ্রেনেড হামলার আসামীদের ফাঁসির দাবী জানান।