বাংলাদেশ ক্রিকেটদলের অফিশিয়াল স্পন্সর থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিল বেসরকারি টেলিযোগাযোগ প্রতিষ্ঠান রবি। প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
এ প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য না মিললেও এক কর্মকর্তার বরাতে জানা গেছে, কয়েকজন ক্রিকেটারের অন্য মোবাইল ফোন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ থাকার জন্য রবির সঙ্গের চুক্তিটি সাংঘর্ষিক হয়ে পড়ে। একারণেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রবি।
প্রথমবার ২০১৫ সালে বিসিবির সঙ্গে রবির চুক্তির সময়ই কিছু বিষয়ে সমস্যার সূত্রপাত ঘটে। শীর্ষ কয়েকজন ক্রিকেটার অন্য মোবাইল ফোন কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ থাকায়, রবির বিজ্ঞাপনের শ্যুটিংয় করতে অনীহা দেখায়। যার ফলে লোকসান গুনতে হয় রবির। সেবার টিম সত্ত্ব পেতে রবির খরচ করতে হয়েছিল প্রায় ৪১ কোটি ৪১ লাখ টাকা।