দ্বিতীয় দিন ঘাম ঝরাচ্ছে টাইগাররা

এশিয়া কাপ সামনে রেখে গতকাল সোমবার মিরপুরে শুরু হয়েছে টাইগারদের অনুশীলন ক্যাম্প। আজ চলছে দ্বিতীয় দিনের অনুশীলন। মঙ্গলবার মাঠে নেমে ঘাম ঝরাচ্ছেন প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া ক্রিকেটাররা।

আজ সকালে খেলোয়াড়দের দৌঁড়াতে, ফুটবল খেলতে ও ফিল্ডিং অনুশীলন করতে দেখা গেছে। কোচ তার সতীর্থদের দেখিয়ে দিচ্ছেন কীভাবে ক্যাচগুলো ভালোভাবে নেয়া যায়।

সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ অনুশীলন ক্যাম্পে যোগ দেননি। মাহমুদউল্লাহ রিয়াদ সিপিএলে খেলতে এখন ওয়েস্ট ইন্ডিজে রয়েছেন। আর পবিত্র হজ পালন শেষে বুধবার দেশে ফেরার কথা রয়েছে সাকিব আল হাসানের।

আগামী ১৫ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপের ১৪তম আসর। টুর্নামেন্টটি শেষ হবে আগামী ২৮ আগস্ট। গ্রুপ পর্বে বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। গ্রুপ পর্বে বাংলাদেশ মোকাবেলা করবে শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে।