সারা বিশ্বে টি ২০ লিগের রমরমা। প্রায় প্রতিটি ক্রিকেটখেলুড়ে দেশই জনপ্রিয় এ টুর্নামেন্ট আয়োজন করছে। পিছিয়ে থাকবে কেন আফগানিস্তান? ক্রিকেটের উদীয়মান দেশটিও আয়োজন করতে যাচ্ছে টি ২০ টুর্নামেন্ট ‘আফগানিস্তান প্রিমিয়ার লিগ’ (এপিএল)।
এ বছরের অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে বসবে টুর্নামেন্টের প্রথম আসর। অংশ নেবেন ক্রিস গেইল, শহীদ আফ্রিদির মতো বিশ্বসেরা ক্রিকেটাররা।
সোমবার দুবাইয়ে টুর্নামেন্টের লোগো উন্মোচন করা হয়। সেখানে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী শফিকুল্লাহ স্টানিকজাই জানিয়েছেন, ৫ থেকে ২৩ অক্টোবর আরব আমিরাতের শারজায় এপিএলের প্রথম আসর বসবে। পাঁচটি দল অংশ নেবে।
দলগুলো আফগানিস্তানের পাঁচটি প্রদেশ কাবুল, কান্দাহার, নাঙ্গারহার, পাকতিয়া ও বাল্কের নামে হবে। ২৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আসরে ক্রিস গেইল, শহীদ আফ্রিদি, শোয়েব মালিক, ব্রেন্ডন ম্যাককালাম, মিসবাহ-উল-হক, কুমার সাঙ্গাকারা খেলবেন বলে জানিয়েছেন আফগান বোর্ডের প্রধান।
টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফট হবে দুবাইয়ে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। আফগান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান আতিফ মশুল বলেছেন, ‘আফগানিস্তানে ক্রিকেটের উত্থান কিংবদন্তির মতো। আন্তর্জাতিক ক্রিকেটে জাতীয় দল সাম্প্রতিক সময়ে দুর্দান্ত পারফর্ম করছে। বোর্ড দেশের খেলার উন্নতির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন টি ২০ লিগে রশিদ খান, মোহাম্মদ নবীদের সাফল্য আফগানিস্তানের তরুণ ক্রিকেটারদের জন্য বড় প্রেরণা।’