ক্লাবের মালিক হতে চলেছেন রোনালদো। স্পেনের ক্লাব রিয়াল ভায়াদোলিদ কিনে নিতে যাচ্ছেন তিনি। রেডিও মার্কার টি-ফোর প্রোগ্রামে জানানো হয়েছে, ক্লাবের অধিকাংশ শেয়ারই থাকবে এই ব্রাজিলিয়ান কিংবদন্তির হাতে।
সোমবার এল লারগুয়েরো শোতে বলা হয়, ৩০ মিলিয়ন ইউরোতে ক্লাবের শেয়ার কিনতে রাজি হয়েছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা রোনালদো। একইসঙ্গে তিনি ক্লাব প্রেসিডেন্টও হবেন।
শেষ পর্যন্ত রোনালদো দায়িত্ব নিলে এক মাস ধরে চলা অচলাবস্থার অবসান হয়। মেক্সিকান ব্যবসায়ী আর্নেস্টো টিনাজেরো ও কার্লোস সুয়ারেজের দ্বন্দ্বে সংকটে পড়েছিল ক্লাবটি।
ক্লাবের মালিকানা বদলের সঙ্গে আরও একটি ইস্যুতে আলোচনায় ভায়াদোলিদ। মাঠ নিয়ে সমালোচনার মুখে রয়েছে তারা। সর্বশেষ বার্সেলোনার বিরুদ্ধে ম্যাচে বেশ কয়েকবার ঘাসসহ মাটি উঠে যেতে দেখা যায়। বার্সার নালিশের জেরে এ ঘটনা তদন্তে মাঠে নেমেছে স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষ।