শেষ ওভারে হার মাহমুদউল্লাহদের

ফের হারের গর্তে পড়ল মাহমুদউল্লাহ রিয়াদের সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। টানটান উত্তেজনার ম্যাচে শেষ ওভারে গায়ানা আমাজন ওয়ারিওয়র্সের কাছে ৪ উইকেটে হেরে গেল গেইল বাহিনী। এ নিয়ে ছয় ম্যাচের তিনটিতেই হারের স্বাদ পেলেন তারা। ব্যাট-বল হাতে সেভাবে জ্বলে উঠতে পারেননি মাহমুদউল্লাহ।

বুধবার ভোরে বাসেতারেতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৬৮/৭ রান করে সেন্ট কিটস। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেন অধিনায়ক ক্রিস গেইল। অ্যান্টন ডেভচিচ করেন ৩৫ রান। আর এভিন লুইসের ব্যাট থেকে আসে ২৮ রান। মাহমুদউল্লাহ রিয়াদ করতে পারেন মাত্র ৪ রান।

গোটা ইনিংসে সেন্ট কিটসের গলা চেপে ধরে রাখেন ইমরান তাহির। গায়ানার হয়ে ৪ ওভারে ২২ রান খরচায় ৪ উইকেট নেন এ ঘূর্ণি জাদুকর।

জবাবে দলকে ভালো সূচনা এনে দেন ওপেনাররা। সেই সুর ফুটে ওঠে টপঅর্ডারদের ব্যাটেও। শেষ পর্যন্ত মিডল অর্ডারের দৃঢ়তায় জয় পায় গায়ানা। শেষ দিকে ২০ বলে ৩৭ রানের ঝড়ো ইনিংস খেলে নায়কবনে যান সোহেল তানভীর। ১ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে গায়ানা। ম্যাচসেরার পুরস্কারও উঠেছে এ পাকিস্তানি অলরাউন্ডারের হাতে।

ব্যাটের মতো বল হাতেও নিষ্প্রভ ছিলেন মাহমুদউল্লাহ। চার ওভারে ২৮ রান খরচায় ১ উইকেট নেন তিনি।