প্রথমার্ধে বাংলাদেশ ০, শ্রীলঙ্কা ১

শ্রীলঙ্কার বিপক্ষে প্রীতি ফুটবল ম্যাচের প্রথমার্ধে গোল করতে পারেনি বাংলাদেশ। উল্টো একটি গোল হজম করেছে স্বাগতিকরা। প্রথমার্থের খেলা শেষ ১-০ গোলে এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় শ্রীলঙ্কা। দশম মিনিটে গোলটি করেন মোহাম্মদ ফজল। মাঝ মাঠ থেকে সরাসরি গোলে শট নেন তিনি। গোলরক্ষক শহীদুল আলম সোহেল চেষ্টা করেও বলটি ঠেকাতে পারেননি। এরপর ১২তম মিনিটে দারুণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু অধিনায়ক মামুনুলের শটে বল চলে যায় গোলবারের উপর দিয়ে মাঠের বাইরে।

নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় বিকাল চারটায়। নীলফামারীতে আজ প্রথমবারের মতো আন্তর্জাতিক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। তাই নীলফামারী অঞ্চলের মানুষের এই ম্যাচকে ঘিরে ব্যাপক আগ্রহ। প্রায় বিশ হাজার ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামের গ্যালারি দর্শকে কানায় কানায় পূর্ণ।

আগামী ৪-১৫ সেপ্টেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হবে সাফ সুজুকি কাপ। টুর্নামেন্টে অংশ নিবে সাতটি দল। মূলত এই টুর্নামেন্টের প্রস্তুতি হিসাবেই আজ প্রীতি ম্যাচ খেলছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। দুইটি দলই সাফ সুজুকি কাপে অংশ নিবে।