লিবিয়ায় কারাগার থেকে পালালো ৪শ বন্দি

লিবিয়ার এক কারাগার থেকে রোববার ৪শ কয়েদি পালিয়ে গেছে। দুই জঙ্গি গ্রুপের মধ্যে সংঘর্ষের জের ধরে এই বন্দি পলায়নেরঘটনা ঘটে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।

পুলিশ জানায়, ‘বন্দিরা জেলের দরজা খুলে পালিয়ে যেতে সক্ষম হয়।’

রোববার লিবিয়ার রাজধানী ত্রিপোলি সংলগ্ন আইন জারা কারাগারে চড়াও হয় একদল সশস্ত্র জঙ্গি। এসময় প্রাণের ভয়ে তাদের আটকানোর কোনো চেষ্টাই করেনি করারক্ষীরা। এরপর কারাগারের অভ্যন্তরে সংঘর্ষে লিপ্ত হয় বিবাদমান জঙ্গিদের দুটি দল। এই সুযোগে কারাগারের দরজা দিয়ে পালিয়ে যায় ৪শ বন্দি।

এর আগে রাজধানী ত্রিপোলিতে গত বেশ কয়েকদিন ধরে সংঘাতে লিপ্ত রয়েছে জঙ্গিদের বিবাদমান গোষ্ঠীগুলো। ওই সংঘর্ষে কমপক্ষে ৩৯ জন নিহত হয়েছে। এ ঘটনার জের ধরে গোটা শহরে জরুরি অবস্থা জারি করেছে লিবিয়া সরকার।

আইন জারা কারাগারে বন্দিদের অধিকাংশই লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির সমর্থক হিসেবে পরিচিত। এখানে বন্দি কয়েকজনকে সম্প্রতি ২০১১ সালের গণবিক্ষোভে হামলার ঘটনায় দোষী সাব্যস্থ করে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এই কারাগারে কোনো নারী বন্দি নেই।

সূত্র: বিবিসি/ আল জাজিরা

এমএ/