টেকনাফে রোহিঙ্গা বস্তিতে আগুন, ২৮ ঘর পুড়ে ছাই

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা বস্তিতে আগুন লেগে ২৮টি ঘর পুড়ে ছাই হয়েছে।

মঙ্গলবার দিনগত রাত দেড়টার দিকে টেকনাফের লেদা অনিবন্ধিত রোহিঙ্গা বস্তি থেকে প্রায় কয়েক কিলোমিটার ভেতরে হোয়াইক্যং চাকমারকুলস্থ বস্তিতে আগুন লাগে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

টেকনাফ থানার ওসি রণজিৎ বড়ুয়া জানান, টেকনাফের পাহাড়ে গড়ে ওঠা রোহিঙ্গা বস্তির ১৪টি ঘরে প্রথমে আগুন লাগে। বাঁশ, চট ও পলিথিনে গড়া ঘরগুলো একটার সঙ্গে একটা লাগোয়াভাবে তৈরি করা। মুহূর্তেই সব ঘরেই আগুন লেগে যায়। এতে ২৮টি ঘর পুড়ে যায়।

ক্ষতিগ্রস্তদের অন্য স্থানে সরিয়ে নেয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।