অপরাধীদের নিয়ে জাতীয় ঐক্যের নেতৃত্ব দেয়ার চেষ্টা করছে বিএনপি: ইনু

জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, রাজাকার দুর্নীতিবাজ খুনি যুদ্ধাপরাধী ও সাম্প্রদায়িক চক্রসহ সব অপরাধীদের নিয়ে একটি জাতীয় ঐক্যের নেতৃত্ব দেয়ার চেষ্টা করছেন বিএনপি নেতারা। এটা দেশের রাজনীতির ঐক্য না।

তিনি বলেন, সব অপরাধী ঐক্যবদ্ধ হয়েছে তাদের পিঠের চামড়া বাঁচানোর জন্য। এটা রাজনীতির জন্য একটা অশনিসংকেত।

সোমবার দুপুরে কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে হাসানুল হক ইনু সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ধারাবাহিকভাবে বিচারহীনতার সংস্কৃতি থেকে দেশটাকে বের করে আনছি এবং সে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্য যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুর হত্যার বিচার হচ্ছে। এ রকম প্রেক্ষাপটে বিএনপি নেতারা বঙ্গবন্ধুর খুনিসহ সব অপরাধীকে নিয়ে একটা ঐক্য করার উদ্যোগ নিয়েছে। বিএনপির নেতৃত্বে বর্তমানে দেশের সব অপরাধী ঐক্যবদ্ধ হয়েছে।

এ সময় জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মেদ আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এরপর মন্ত্রী দুপুর ২টায় মিরপুর উপজেলা মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন এবং বিকাল ৪টায় ভেড়ামারায় ভারত থেকে আসা ব্যাক টু ব্যাক বিদ্যুৎকেন্দ্রে আরও ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।