রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

রাজধানীসহ দেশের কয়েকটি স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার সকাল ১০টা ৫৪ মিনিটে এই কম্পন অনুভূত হয়। ৫.৬ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তি ছিল ভারতের আসামে।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে আতঙ্কিত হয়ে অনেককেই রাস্তায় নামতে দেখা গেছে।

টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ, চট্টগ্রাম, নেত্রকোনা, গাইবান্ধা, রংপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, ব্রাহ্মণবাড়িয়ায় ভূকম্পন অনুভূত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইন্ডিয়ান আর্থকোয়াক সেন্টারের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে বলেছে, বুধবার সকালে আসামের কোকরাঝড়ে ৫ দশমিক ৬ মাত্রার ওই ভূমিকম্পের উৎপত্তি হয়।

খবরে বলা হয়েছে, ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, সিকিম, মনিপুর ও অরুণাচল প্রদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে।

এতে আরো বলা হয়েছে, পশ্চিমবঙ্গের কলকাতা, জলপাইগুড়ি, দার্জিলিং, কুচ বিহার, মালদা ও মুর্শিদাবাদ, বিহারের পাটনা, কিশানগঞ্জ, পুর্নিয়া ও কাতিরহারে ভূমিকম্প অনুভূত হয়েছে।

তবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে গণমাধ্যমটি।