কালীগঞ্জে নারী মাদক ব্যবসায়ীর কারাদন্ড

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ফয়লা গ্রামে ফরিদা বেগম (৪৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোহাম্মদ হাসনাত এ দন্ডাদেন প্রদাণ করেন। দন্ডিত ফরিদা বেগম ফয়লা গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের পরিদর্শক রাসেল আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে ফয়লা গ্রামে মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোহাম্মদ হাসনাত এর নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে ৫’শ গ্রাম গাঁজাসহ ফরিদা বেগমকে আটক করা হয়। পরে আদালত বসিয়ে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদাণ করেন বিচারক।

অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয় এর পরিদর্শক রাসেল আলী, এএসআই শেখ আব্বাস উদ্দিন আহমেদ, এএসআই পাপিয়া সুলতানা , সিপাই জিএম শহিদুল ইসলাম, আব্দুল আজিজ খান, সাইদুল হকসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।