যশোরে মাঠ থেকে ইদ্রিস আলী (৪০) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি মণিরামপুর উপজেলার মথুরাপুর গ্রামের শফিয়ার রহমান ওরফে শফু মোল্লার ছেলে।
পুলিশ জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে ইদ্রিস ধান ক্ষেতে কাজ করতে মাঠে যান। সকাল আট টার দিকে স্থানীয়রা তাকে মাঠে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পরিবারের সহযোগিতায় পুলিশ তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে আনলে জরুরি বিভাগের চিকিৎসক কল্লোল কুমার সাহা তাকে মৃত ঘোষণা করেন।
ডাক্তার কল্লোল কুমার সাহা জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে কীটনাশক পানে ইদ্রিসের মৃত্যু হয়েছে। হাসপাতালে আনবার ৩০ মিনিট আগেই তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারন ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাবার পর বলা সম্ভব হবে।