‘কেউ ওনাদেরকে কোলে তুলে ক্ষমতায় বসাবে না’

সরকারের বিরুদ্ধে মতপ্রকাশের স্বাধীনতা হরণের অভিযোগ নাকচ করে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা মিথ্যাচার করবে, সংঘাত সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের ১১তম জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠকে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

এসময় শেখ হাসিনা বলেন, ‘আমি বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ আগামী নির্বাচনেও নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করবে এবং উন্নয়নের ধারা বজায় রাখবে।’

তিনি বলেন, আওয়ামী লীগ টানা দুই মেয়াদে ক্ষমতায় থাকার পরও তাদের জনপ্রিয়তা ধরে রাখতে পেরেছে। এটি এক দুর্লভ ঘটনা। জনগণের আস্থা ও বিশ্বাস ধরে রাখা আওয়ামী লীগের জন্য সম্ভব হয়েছে, কারণ তারা সত্যিকার অর্থে দেশের মানুষের জন্য কাজ করছেন।

জাতীয় ঐক্যের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাকে মেরে ফেলতে পারে। কিন্তু ইন-জেনারেল কেউ এসে ওনাদেরকে কোলে তুলে নিয়ে ক্ষমতায় বসাবে না। ওই মানসিকতা কারও নাই। কারণ, উন্নয়নটা আমরা সকলের জন্য করেছি। সবাই এটা উপলব্ধি করতে পারে।’

আওয়ামী লীগ-বিএনপির বাইরে তৃতীয় জোটকে স্বাগত তিনি বলেন, ‘তারা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করুক। আমি কমিশনারকে (ডিএমপি কমিশনার) অনুরোধ করব।’

এসময় সরকারের বিরুদ্ধে মতপ্রকাশের স্বাধীনতা হরণের অভিযোগ নাকচ করে হাসতে হাসতে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘একটা পার্মানেন্ট (স্থায়ী) মঞ্চ করে দেব, যার যত ইচ্ছা মতপ্রকাশ করুক।’

তবে তিনি আবার হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যারা মিথ্যাচার করবে, সংঘাত সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।’