সঙ্গী হারাচ্ছে ভারত!

বাংলাদেশ, নেপাল এবং মালদ্বীপ তিন দেশ ঐতিহ্যগতভাবে ভারতের বন্ধু দেশ। এসব দেশে ভারতের রয়েছে নানামুখী প্রভাব। এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, সম্প্রতি বন্ধু দেশের থেকে ধাক্কা খেতে হয়েছে ভারতকে। ফলে ভারত দীর্ঘদিনের সঙ্গী হারাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সম্প্রতি কাঠমান্ডুতে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলন থেকে ফিরে হোচট খেতে হয়েছে মোদী সরকারকে।

ভারতে সঙ্গে সন্ত্রাসবিরোধী যৌথ মহড়ায় বিমসটেকের সাত দেশ ভারত, নেপাল, বাংলাদেশ, মিয়ানমার, থাইল্যান্ড, শ্রীলংকা ও ভুটানকে অংশ নেয়ার কথা ছিল।

কিন্তু শেষ মুহূর্তে এসে সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছে নেপাল ও থাইল্যান্ড। ফলে ভারতকে বেশ অস্বস্তিতে পড়তে হয়েছে।

নেপাল ও থাইল্যান্ডের এমন সিদ্ধান্তের ভারতের সঙ্গে দেশ দু’টির বন্ধুত্ব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এছাড়া প্রতিবেশী মালদ্বীপের সঙ্গেও চলছে ভারতের সংঘাত। বর্তমান মালদ্বীপ সরকারও চীনের দিকে ঝুঁকতে শুরু করেছে।