ভারত সফরে কর্নেল অলি

প্রায় এক সপ্তাহের সফরে ভারত গেছেন বিএনপি জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ।

রোববার সকাল ১০টায় রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি। কর্নেল অলির ব্যক্তিগত সহকারী আবদুর রাজ্জাক সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

আবদুর রাজ্জাক বলেন, ‘কর্নেল (অব.) অলি রোববার সকালে আট দিনের সফরে ভারত গেছেন। তার সঙ্গে রয়েছেন স্ত্রী সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম।’

এলডিপি সভাপতি জয়পুর, আজমীর শরীফ, দিল্লি যাবেন। সেখানে ব্যক্তিগত কিছু কাজ করার পাশাপাশি চিকিৎসাও করাবেন।

আগামী ২৩ সেপ্টেম্বর কর্নেল অলি দেশে ফিরতে পারেন বলেও জানান তার ব্যক্তিগত সহকারী।

এর আগে চলতি বছরের মার্চে ১৫ দিনের সফরে কর্নেল অলি ভারতে গিয়েছিলেন। ওই সময় আজমির শরিফ জিয়ারত করেন তিনি।