হাইস্কুলের ৪২০ শিক্ষকের পদোন্নতি

পদোন্নতি পেলেন সরকারি হাইস্কুলের ৪২০ জন সহকারী শিক্ষক। এদের মধ্যে ১৯৬ জনকে সহকারী প্রধান শিক্ষক এবং ৫২ জনকে জেলা শিক্ষা অফিসার হিসেবে পদায়ন করা হয়েছে। পদোন্নতি পাওয়া শিক্ষকদের মধ্যে নারী শিক্ষক রয়েছেন ১৭২ জন। সোমবার (১৭ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে উপ-সচিব আবু আলী মো. সাজ্জাদ হোসেন স্বাক্ষরিক এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

এর আগে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) শিক্ষকের পদোন্নতির সুপারিশ করে তালিকা পাঠায় শিক্ষা মন্ত্রণালয়ে। পিএসসির সুপারিশ অনুযায়ী ৪২৩ জনের পদোন্নতির কথা ছিল। পদোন্নতির সুপারিশ করা শিক্ষকদের মধ্যে একজন মারা গেছেন আর অন্য দুইজন পরে পদোন্নতি পাবেন। এই শিক্ষকরা প্রায় ২৭ বছর আগে নিয়োগ পেয়ে একই পদে চাকরি করে আসছিলেন।

৪২০ জন সহকারী শিক্ষক দশম গ্রেডের দ্বিতীয় শ্রেণির পদ থেকে সহকারী প্রধান শিক্ষক হিসেবে নবম গ্রেডের প্রথম শ্রেণিতে পদোন্নতি পেলেন। পদোন্নতি পাওয়া এসব শিক্ষক ১৯৯১ সালের ২৫ মে বা তার আগে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন।