বন্দর ব্যবহার করবে ভারত, চুক্তির খসড়া অনুমোদন

ভারত থেকে ভারতে পণ্য সরবরাহ করতে চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করবে ভারত। এ সংক্রান্ত চুক্তির খসড়া আজ সোমবার মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয় চুক্তির খসড়াটি মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে উপস্থাপন করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে দুপুর ২টায় মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম চুক্তির খসড়ার বিষয়ে সাংবাদিকদের বলেন, ‘ভারত আমাদের নিকটতম বন্ধুপ্রতীম দেশ। চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করে ভারত তাদের উত্তর ও পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য সরবরাহ করার জন্য ‘Agreement on the use of Chattogram and Mongla Port for Movement of Goods to and from India between the People’s Republic of Bangladesh and Republic of India’ শীর্ষক চুক্তির খসড়া অনুমোদন করা হয়েছে।

সচিব বলেন, ‘ভারত মোংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহার করে তাদের উৎপাদিত পণ্য স্থলপথে ভারতের পূর্ব ও উত্তরাঞ্চলীয় রাজ্যগুলোতে সরবরাহ করতে আটটি রুট ব্যবহার করতে পারবে।’

ভারতের পণ্য পরিবহনের জন্য বাংলাদেশের সড়ক অবকাঠামো খাত উপযোগী কি না, এমন প্রশ্নের জবাবে শফিউল আলম বলেন, ‘এগুলো সংশ্লিষ্ট ব্যক্তিরা খতিয়ে দেখবেন।’

বাংলাদেশের বন্দর ও সড়ক ব্যবহারের জন্য ভারত বাংলাদেশকে কী পরিমাণ মাশুল ও শুল্ক দেবে তার হার এ চুক্তিতে নির্ধারণ করা হয়েছে কি না-জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘চুক্তিতে এ বিষয়ে যদিও বিস্তারিত কিছু নেই। তারপরও আমাদের শুল্ক বিভাগ এ বিষয়ে আন্তর্জাতিক রীতি-নীতি ও চুক্তির বিষয়াদি পর্যালোচনা করে শুল্ক নির্ধারণ করবে।’

কতদিনের জন্য এ চুক্তি বলবৎ থাকবে- এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘প্রথমে পাঁচ বছর মেয়াদের জন্য এ চুক্তি করা হচ্ছে। পরবর্তী সময়ে এ চুক্তি আরো পাঁচ বছরের জন্য নবায়ন করা হবে। তবে কোনো পক্ষ এ চুক্তি বাতিল করতে চাইলে ছয় মাসের নোটিশে তা বাতিল করতে পারবে।’

এ ছাড়া আজকের মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণকেন্দ্র আইন এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আইন, ২০১৮-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।