বিএনপি চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি তার দুই আইনজীবী।
পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে বিকাল সাড়ে ৩টায় খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গিয়ে জেলগেটে ঘণ্টাখানেক অপেক্ষা করে ফিরে যান তারা।
এই দুই আইনজীবী হলেন- অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার।
জেলগেট থেকে ফিরিয়ে দেয়ার বিষয়ে সানাউল্লাহ মিয়া বলেন, আগামীকাল (বুধবার) মামলার তারিখ থাকায় দেখা করতে গিয়েছিলাম। কিন্তু জেলগেট থেকে বলা হয়েছে, আজ দেখা করা যাবে না।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন। তারপর থেকে তিনি এই কারাগারে রয়েছেন।
এদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা বিশেষ জজ আদালত-৫ এর কার্যক্রম ঢাকা মহানগরের বকশিবাজার এলাকার সরকারি আলিয়া মাদ্রাসা ও সাবেক ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে নির্মিত অস্থায়ী আদালত ভবনে পরিচালিত হচ্ছিল।
মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবার রহমান সরকার স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ কার্যক্রম পুরনো কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।