প্রথমবারের মতো চলচ্চিত্র ব্যক্তিত্ব হিসেবে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে বিদেশ ভ্রমণে যাচ্ছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় দুই অভিনেতা ফেরদৌস ও রিয়াজ। খবরটি নিশ্চিত করেছেন চিত্রনায়ক ফেরদৌস।
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৩তম অধিবেশনে যোগ দিতে আগামী ২২শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হয়ে আমেরিকায় যাচ্ছেন ফেরদৌস ও রিয়াজ।
ফেরদৌস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আগামী সফরে আমাকে আর রিয়াজকে তার সফরসঙ্গী করেছেন। এটা আমাদের জন্য বিরাট একটি পাওয়া। এই প্রথম সম্ভবত চলচ্চিত্রের কেউ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে যাচ্ছে। আমার মনে হয়, এই বিষয়টি শুধু আমাদের দু’জনের জন্য নয়, পুরো চলচ্চিত্র পরিবারের জন্য বিরাট পাওয়া। অনুষ্ঠান শেষে আগামী ৩০শে সেপ্টেম্বর দেশে ফিরবেন তারা।