সিনহার বইয়ে যা লেখা, তা একজন পরাজিত মানুষের হা-হুতাশ: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘এস কে সিনহার বইয়ে যা লেখা হয়েছে তা একজন পরাজিত মানুষের হা-হুতাশ। সেজন্য বাংলার জনগণ এসবে কান দেবে না। তবে যারা এস কে সিনহার মাধ্যমে জুডিশিয়াল ক্যু করার ষড়যন্ত্র করেছিল, সেই পরাজিত শক্তি আবারও ষড়যন্ত্র করার চেষ্টা করছে।’

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় চারগাছ বাজারে সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বাংলার জনগণ এখন উন্নয়ন চায়। উন্নয়নের শিখরে উঠতে চায়। তারা এখন নৌকা মার্কায় ভোট দিতে চায়। নির্বাচন নিয়ে কোনও ষড়যন্ত্র টিকবে না। যেমনটি আগেও টিকে নাই।’

পরে মন্ত্রী চারগাছ বাজার থেকে আনুষ্ঠানিকভাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা শুরুর ঘোষণা দেন। গণসংযোগ চলাকালে মন্ত্রীর সঙ্গে কসবা উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক রাশেদুল কায়ছার জীবনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।